আমাদের সংক্ষিপ্ত অর্জন সমূহ

  • ২০২৩ সালে জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ডে ১১ জন ছাত্র সকলের মুমতাজ / A+ অর্জন।২
  • Gtv জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ২০২২ এ সমগ্র দেশে অত্র প্রতিষ্ঠানের ছাত্রের ২য় স্থান অর্জন
  • হুফফাজ ২৬ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় থানা-জেলা পর্যায়ে ১ম স্থান অর্জনসহ ৫জন ছাত্রের বিজয়।
  • ২০২১ সালে বেফাক (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড) এর কেন্দ্রীয় পরীক্ষায় অত্র প্রতিষ্ঠানের ছাত্র পুরো দেশের মধ্যে মেধা তালিকায় ২য় স্থান অর্জন করে।
  • ২০২১ সালে ২৫ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় কামরাঙ্গীরচর থানা-জেলা সকল হাফেজ ছাত্রের মধ্যে অত্র প্রতিষ্ঠানের ছাত্র ১ম স্থান অর্জন করে।
  • ২০২১ সালে কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় সর্বমোট ১১ জন A+ / মুমতাজ অর্জনসহ শতভাগ পাশ।
  • ২০১৯/২০ সালে সর্বোচ্চ ফলাফল ও পুরস্কার অর্জনের জন্য হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কামরাঙ্গীরচর থানা-জেলা কমিটি কর্তৃক অত্র মাদরাসাকে সেরা প্রতিষ্ঠানের সম্মাননা পুরস্কার প্রদান।
  • ২০২০ সালে “জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড” কেন্দ্রীয় পরীক্ষায় অত্র প্রতিষ্ঠানের ছাত্র সমগ্র
    বাংলাদেশের মধ্যে ৩য় স্থান অর্জন করে।
  • ২০১৯ সালে হুফফাজুল কুরআন প্রতিযোগিতায় কামরাঙ্গীরচর থানার মধ্যে ১ম স্থানসহ ৭ জন ছাত্রের বিজয়।
  • ২০১৯ সালে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বার্ষিক পরীক্ষায় ২০ জন মুমতাজ / গোল্ডেন A+ সহ সর্বোচ্চ ফলাফলের মাধ্যমে সেরা প্রতিষ্ঠান ।
  • ২০১৮ সালে বেফাক বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে ৫ জন ছাত্রের বোর্ড ষ্ট্যান্ড।
  • ২০১৮ সালে হুফফাজুল কুরআন প্রতিযোগিতায় ও বার্ষিক পরীক্ষায় (২৬ জন A+ / মুমতাজ) সহ সর্বোচ্চ ফলাফলের মাধ্যমে সেরা প্রতিষ্ঠান।
  • হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কামরাঙ্গীরচর থানা কর্তৃক আয়োজিত ২০১৭ সালের সেরা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত চ্যানেল ২৪ পরিচালিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা সেরা হাফেজ ২০১৮ সালে অত্র প্রতিষ্ঠানের ২জন ছাত্রের বিজয়।
  • ২০১৭ সালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঢাকা জেলা বিভাগ পর্যায়ে অত্র প্রতিষ্ঠানের ৭ জন ছাত্রের বিজয়।
  • চ্যানেল ২৪ পরিচালিত "জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা সেরা হাফেজ ২০১৯-এ সমগ্র দেশের মধ্যে অত্র প্রতিষ্ঠানের ছাত্রের ১ম স্থান অর্জন।
Subscribe to our newsletter
The latest news, articles, and resources, sent to your inbox weekly.
© Copyright 2021 Nidaul Quran Was Sunnah International Madrasah