MESSAGE FROM THE CHAIRMAN

we will get back to you.

OFFICE OF THE CHAIRMAN

  • Address: ২১৮ নং, আশরাফবাদ মেইন রোড, হাফেজ্জী হুজুরের মাদরাসার পূর্ব পাশে, ময়দার মিল সংলগ্ন, কামরাঙ্গীর চর, ঢাকা-১২১১
Sat – Thu 8:00A.M. – 5:00P.M.

Social Info

হাফেজ মাওলানা শহীদলু ইসলাম

নিদাউল কুরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসা। একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত কামরাঙ্গীরচরে ২০১৭ সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালাভ করে। সূচনালগ্ন হতেই প্রতিষ্ঠানটি দেশের স্বনামধন্য একটি অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি লাভ করে। কুরআনিক শিক্ষার পাশাপাশি, আধুনিক ও যুগোপযোগী শিক্ষার অপুর্ব সমন্বয় করে, প্রতিটি ছাত্রকে যুগের চাহিদা পুরনে কলি থেকেই গড়ে তোলা হয়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মুকাবেলায় তৈরী করা হয় এক সাহসী সৈনিক রুপে । ফলশ্রুতিতে একজন শিক্ষার্থী তার প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেই, শিক্ষাক্ষেত্রের সকল শাখায় সফলভাবে পদচারনা করতে পারে। শুরু থেকেই দেশীয় ও আন্তর্জাতিক কম্পিটিশন ও পরিক্ষা সমুহের মধ্যে এই প্রতিষ্ঠানের ছাত্ররা সফলতার সাক্ষর রেখে যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান একটি উদ্দেশ্য হলো, সমাজের এলিট শ্রেণীর ব্যাক্তিবর্গের যে সকল সন্তানেরা উন্নত ও সুন্দর পরিবেশের অভাবে ইসলাম ও কুরআনের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, তাদেরকে উন্নত পরিবেশ ও মনোরম ব্যবস্থাপনায় রেখে দ্বীনি ইলম শিক্ষার সুশীতল ছায়াতলে নিয়ে আসা। এছাড়াও একজন নাগরিকের মৌলিক অধিকার হিসেবে অন্য সকল শ্রেণীর লোকদের সন্তানরাও আমাদের প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পায়। ভবিষ্যতে সমাজের সর্বস্তরে দ্বীন ইসলামের শিক্ষাকে আরো বহুগুন বৃদ্ধি করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি আরো বেশ কিছু উদ্যেগ গ্রহণ করেছে। এই বহুমুখী শিক্ষা কার্যক্রম পরিচালনা ও প্রতিষ্ঠানটিকে দিন দিন আরো উন্নতির শিখরে পৌছানোর জন্য আপনাদের সকলের একান্ত পরামর্শ ও সহযোগীতা এবং আন্তরিক দোয়া কামনা করি।

আরজগুজার

হাফেজ মাওলানা শহীদুল ইসলাম

প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নিদাউল কুরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসা।

চেয়ারম্যান, নিদাউল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ

Subscribe to our newsletter
The latest news, articles, and resources, sent to your inbox weekly.
© Copyright 2021 Nidaul Quran Was Sunnah International Madrasah