ভর্তির নিয়মাবলি
যে সকল শ্রেণীতে ভর্তি নেওয়া হয়,
* নাজেরা
* হিফজ
* রিভিশন
* ইন্টারন্যশনাল রিভিশন।
* কিতাব বিভাগ
* জেনারেল ১ম থেকে ৮ম শ্রেনী পর্যন্ত
# আবাসিক নিয়মাবলী
পাঁচ ওয়াক্ত সালাত জামায়াতের সাথে পড়তে হবে
নিজের রুম, সীট, জামা-কাপড় গুছিয়ে ও পরিষ্কার রাখতে হবে
মাদরাসায় প্রবেশ ও বাহির হতে অবশ্যই পাঞ্জাবী, টুপি ও পায়জামা পরিহিত থাকতে হবে
প্রতিষ্ঠানের কোন আসবাবপত্র বা সম্পদ নষ্ট করলে ক্ষতিপূরণ/জরিমানা দিতে হবে
মোবাইলসহ যেকোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস রাখা ও বহনকরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ
কোন সমস্যা হলে ব্লক টিচারকে অথবা কর্তৃপক্ষকে অবহিত করবে
শিক্ষার্থীর নিকট কোন টাকা-পয়সা রাখা যাবে না
অফিস এবং শিক্ষকদের রুমে প্রবেশের সময় অনুমতি নিতে হবে
যথাসময়ে খাদ্য গ্রহণ করতে হবে
মাদরাসা ত্যাগ এবং মাদরাসায় প্রবেশের সময় অফিসে দেখা করতে হবে
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাউকে নিজের রুমে প্রবেশ করানো যাবে না
আবাসিক ছাত্রদের সিট বিন্যাস কর্তৃপক্ষ নির্ধারণ করবেন। এক্ষেত্রে অভিভাবকের কোন এখতিয়ার থাকবে না।
ডিসেম্বর মাসের পূর্বে সীট ছাড়লে ডিসেম্বর পর্যন্ত বেতন পরিশোধ করতে হবে।
অনাবাসিকদের জন্য করনীয়
# অভিভাবকগন নির্দিষ্ট সময়ে ছাত্রদের আসা-যাওয়া নিশ্চিত করবেন
# প্রতিদিন প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরিধান করা বাধ্যতামুল
# প্রতিষ্ঠানের রুলস অনুযায়ী ছাত্রকে পরিচালনা করতে সচেষ্ট থাকা
# কোন ধরনের সমস্যা অনুভব করলে সেটা নীরবে সসম্মানে অফিসকে অবগত করা
# কোন কারণে ছুটি বিহীন অনুপুস্থিত থাকলে লিখিতভাবে আবেদন করতে হবে
# অভিভাবক সমাবেশে হাজির থাকবেন এবং মতামত প্রদান করবেন।
# নিয়মিত নোটিশ বোর্ড পড়ে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিবেন।
আবাসিকদের জন্য করনীয়।
# পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বে। এবং ইসলামের সকল বিধানত গুলো মেনে চলব
# নিজের ক্লাসরুম, বেডরুম এবং জামা কাপড় গুছিয়ে পরিপাটি করে রাখবে,
# বিনা অনুমতিতে একরুমের ছাত্র অন্য রুমে যাওয়া নিজেধ,
# নামাজ, আমল, তেলাওয়াত, ক্লাসটাইম। এই সময় গুলোতে দুষ্টামী করলে শাস্তির আওতায় আনা হবে,
# কোন ধরনের mobaili MP3 - Gams Player ব্যবহার করা যাবেনা।
# তিনবেলা খাবার ও ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতে হবে,
# প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করতে হবে,
# মাদরাসা ত্যাগ ও প্রবেশের সময় অফিসে দেখা করতে হবে।
# আবাসিক ছাত্রদের সীট ও ড্রয়ার বিন্যাস কতৃপক্ষ করিবে। এক্ষেত্রে অভিভাবকের কোন আপত্তি চলবেনা।
# কোন ছাত্রের নৈতিক অবনতি ঘটলে তাকে বহিষ্কার করা হবে।
# কোন শিক্ষক, ষ্টাপ, ও সিনিয়র ছাত্রের সাথে অসদাচরণ করলে তাকে বহিষ্কার করা হবে,
# যেকোনো রুলস সসম্মানে মানতে বাধ্যথাকিবে
হিফবের বিশেষ কার্যক্রাম-
# সপ্তাহিক সাবিনা
# প্রতিদিন পড়ার রিপোৰ্ট তৈরী,
# অমনোযোগী ছাত্রদের প্রতি বিশেষ কেয়ার,
# জাতীয় ও আন্তর্জাতিক হিফজ ও কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ
# আন্তর্জাতিক হাফেজ সাহেবগন দ্বারা হদর মাশক প্রদান।
# প্রতিদিন মাশক প্রদান *
# প্রতিমাসে সকল ছাত্রকে নির্দিষ্ট টার্গেট প্রদান,
# প্রতিদিনের পড়া প্রতিদিন আদায়।
পরিক্ষার ধরনঃ
(ক)লিখিত পরীক্ষা,
(খ)মৌখির পরিক্ষা
যে সব বিষয় পরিক্ষা নেওয়া হয়।
বিষয় নম্বর,
১. আরবী ১০
২. বাংলা ১০
৩. গণিত ১০
৪.সাধারণ জ্ঞান ১০
৫. ইংরেজী ১০
৬. মৌখিক হিফজ / নাজেরা ৫০
ভর্তি প্রক্রিয়া
২০০ টাকার বিনিময় ভর্তি ফরম সংগ্রহ করতে হবে। ভর্তি ফরমের সাথে ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি, ছাত্রের নিবন্ধন কার্ড, মা-বাবার পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে, প্রতিষ্ঠানের নির্ধারিত ফি জমা দেওয়ার মাধ্যমে ভর্তি পক্রিয়া সম্পাদন করিবেন।
ভর্তির পর প্রতিষ্ঠান যা সরবরাহ করিবে (vip দের জন্য)
বালিশ ১টি,
কোল বালিশ ১টি
মশারী ১ টি
বেডশীট একটি
খাট ১টি।
উল্লেখ্য শার্ট, প্যান্ট ও অশালিন পোশাক পরিধান করা যাবেনা।
স্পেশাল ছাত্রদের জন্য অভিভাবক যা সরবরাহ করবেন
০১ ইউনিফর্ম ( মাদরাসা কর্তৃক নির্ধারিত )
...সেট
০২ লুঙ্গি ২ টি
০৩ টুপি ( মাদরাসা কর্তৃক নির্ধারিত )২ টি
০৪ বেডিং, কাথা / কম্বল ১ টি
০৫ সোয়েটার ২ টি
০৬ গেঞ্জি ( সাদা হাতওয়ালা ) ফতুয়া ( সাদা) ৩টি
০৭ বিছানার চাদর ১ টি
০৮ বালিশের কভার ১ টি
০৯ তোয়ালে / গামছা ১টি
১০ স্যান্ডেল ১ জোড়া
১১ সাদা কেডস ১ জোড়া
১২ মোজা ১ জোড়া
১৩ টুথব্রাশ , টুথপেস্ট , সাবান , তেল , লোশন , শ্যাম্পু , মিসওয়াক , আতর প্লেট ইত্যাদি ।
প্রয়োজন পরিমাণ
অভিভাবক যা দিবে।
১.পাঞ্জাবী- ২টি
২. সেলোয়ার ২টি ত
৩. স্যান্ডেল ১ জোড়া,
৪. মাদ্রাসা ড্রেস ১টি,
৫. লুঙ্গি ২টি
৬. টুপি হয় ১ টি
৭. গামছা ১ টি
৮. কাঁথা ১ টি
৯. নেইলকাটার ১ টি
১০. মশারী ১ টি
১১. ব্রাশ, পেষ্ট, সাবান, শেম্পু ও প্লেট ইত্যাদী
# ছাত্রের প্রতিষ্ঠান পরিবর্তনের নিয়মাবলী
১. কোন ছাত্রের ভর্তিকার্য সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান পরিবর্তনের ইচ্ছা করলে ভর্তি বাবদ প্রদেয় অর্থের কোন টাকা ফেরৎ পাবে না। এক্ষেত্রে চলতি মাসের মাসিক ফি পরিশোধ করে ছাত্রের অভিভাবক টিসি গ্রহণ করবেন। তবে অগ্রিম কোন টাকা জমা থাকলে তা ফেরৎ পাবেন।
২. কোন ছাত্র সেশনের ৬ মাস অতিবাহিত হওয়ার পর প্রতিষ্ঠান পরিবর্তন করতে চাইলে কর্তৃপক্ষের নিকট আবেদনপূর্বক যাবতীয় পাওনা পরিশোধ করে টিসি গ্রহণ
৩. কোন ছাত্র সেশনের ৯ মাস অতিবাহিত হওয়ার পর চলে যাওয়ার ইচ্ছা করলে তাকে সেশনের বাকী তিন মাসের সকল পাওনা পরিশোধপূর্বক কর্তৃপক্ষের নিকট আবেদনপত্র দাখিল করে টিসি গ্রহণ করতে পারবে।
৪. প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করার অপরাধে কোন ছাত্রকে বহিষ্কার করা হলে তার ক্ষেত্রেও এ নিয়ম সমভাবে প্রযোজ্য ।
৫. কোন ছাত্র কর্তৃপক্ষের অজ্ঞাতসারে মাদরাসা থেকে চলে গেলে এর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান বহন করবে না।
আবাসিক শিক্ষার্থীর সাথে সাক্ষাতের নিয়ম ১.প্রতি জুমাবার সকাল দশটা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত শিক্ষার্থীর সাথে দেখা করা যাবে।
২.সাক্ষাত প্রার্থীকে নির্ধারিত খাতায় নিজ নাম, শিক্ষার্থীর নাম, শ্রেণি,আইডি নং ও শিক্ষার্থীর সাথে সম্পর্কের ধরন উল্লেখ করতে হবে।
৩. রাতের বেলা (মাগরিবের পর) কোন ক্রমে সাক্ষাত করা যাবে না
৪. প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত ছাত্রদের সাথে সাক্ষাত ও ফোনে কথা বলা যাবে।
৫. ভর্তি ফরমে উল্লেখিত ব্যক্তি ছাড়া অন্য কেউ সাক্ষাত, বাসায় নেয়া বা ফোন করতে পারবে না। ৬. মহিলা অভিভাবক অবশ্যই হিজাব ও শালীনতার সহিত সাক্ষাত করতে আসবেন
৭. কোন অভিভাবক প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ব্যতীত ছাত্রদের আবাসিক রুমে প্রবেশ করতে পারবেন না।
৮. অনির্ধারিত ছুটিতে ছাত্রকে বাসায় নিতে হলে আগেই ফোনে জানাতে হবে, অন্যথায় ছুটি পাবে না )
৯.ঘন-ঘন ছাত্রকে বাসায় নিয়ে যাওয়া ও ফোন করা ছাত্রের পড়া লেখার জন্য ক্ষতিকর।